ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ আর্মড পুলিশের তিন সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৩ এপ্রিল ২০২১

কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে (তানজিমারখোলা) দায়িত্ব পালন করা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে ক্যাম্পে নিজেদের কক্ষ থেকে তাদের গ্রেফতার করে এপিবিএন। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৯৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮-এর অধিনায়ক শিহাব কায়সার খান।

গ্রেফতাররা হলেন এপিবিএন-৮-এ কর্মরত উপপরিদর্শক (এসআই) সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও মো. নাজিম।

ক্যাম্পের স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পে দায়িত্বরত এসআই সোহাগ তানজিমার খোলা শরণার্থী ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেড মাঝি (প্রধান নেতা) একরামকে (৩৮) ইয়াবা বিক্রি করতে চাপ দিয়ে আসছিলেন। একরাম বিষয়টি এপিবিএন-৮ এর সিনিয়র এএসপি কামরুল ইসলামকে জানান। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামেন সংশ্লিষ্টরা। সেটি জানতে পেরে একরামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এসআই সোহাগ। এ ঘটনার সঙ্গে এসআই সোহাগ ও অন্যদের সম্পৃক্ততা নিশ্চিত হন এপিবিএনের সিনিয়র কর্মকর্তারা। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ আর্মড পুলিশের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮-এর অধিনায়ক শিহাব কায়সার খান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের ইয়াবাসহ আটক করা হয়। রাত ১০টার দিকে আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয় হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবাসহ এপিবিএনের তিন সদস্যকে গ্রেফতারের পর থানায় সোপর্দ করেন সংশ্লিষ্টরা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস