ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গভীর রাতে সেহরি নিয়ে অসহায় মানুষের পাশে ইউএনও

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৬:০০ এএম, ২৫ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই শতাধিক অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান নিজ হাতে এ খাদ্য বিতরণ করেন।

জানা গেছেম রাত দেড়টার দিকে উপজেলা ভূলতা এবং গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়েতে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়।

jagonews24.com

এ সময় ইউএনও এর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আফিফা খান, নিজাম উদ্দিন, জাহাঙ্গীর মাহমুদ, সাইদুর রহমান, বিপ্লব হাসান প্রমুখ।

jagonews24.com

ইউএনও শাহ নুসরাত জাহান বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো রমজানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়দের মাঝে সেহরির খাবার বিতরণ করা হবে।’

মীর আব্দুল আলীম/এএএইচ