দৌলতদিয়ায় আজও যাত্রীদের চাপ
দোকান ও শপিংমল খোলা রাখার ঘোষণায় লকডাউন উপেক্ষা করে আজও রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরছেন শতশত যাত্রী। রোববার (২৫ এপ্রিল) সকাল ১০টায় দৌলতদিয়া ঘাটে এমন চিত্র দেখা যায়।
এসময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই ফেরিতে পার হচ্ছেন যাত্রীরা।

এদিকে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া প্রান্তে এসেছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, দোকান-শপিংমল খুলতে শুরু করায় দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। লকডাউনে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও ট্রাক পারাপারের সঙ্গে ফেরিতে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা পার হচ্ছে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া প্রান্তে কোনো সিরিয়াল নেই। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে বর্তমানে ছোট ছয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
রুবেলুর রহমান/এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে