সাবেক স্ত্রীকে ধর্ষণ, এসআই কারাগারে
যশোরে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) ভোরে তাকে গ্রেফতার করে দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার পুলিশ কর্মকর্তা হলেন-উপপরিদর্শক (এসআই) আজিজুল হক সবুজ (৪৫)। সম্প্রতি ঢাকার এপিবিএন থেকে পুলিশের খুলনা রেঞ্জে তাকে বদলি করা হয়েছে। তিনি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার সুরুলিয়া গ্রামের আনোয়ারুল হকের ছেলে।
সবুজের সাবেক স্ত্রী যশোর শহরের বারান্দিপাড়া ঢাকার রোড এলাকার বাসিন্দা ওই নারী তার বিরুদ্ধে এ ধর্ষণ মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আজিজুল হক সবুজের সঙ্গে বাদীর বিয়ে হয়। আজিজুল আগেও তিনটি বিয়ে করেন। চাকরির সুবাদে সবুজ কর্মস্থলে থাকতেন। মাঝে মাঝে যশোরে বাদীর বসতবাড়িতে আসতেন এবং তারা অন্য দম্পতিদের মতো বসবাস করতেন।
বাদী আরও উল্লেখ করেন, সবুজ ২০২০ সালের ১৪ ডিসেম্বর সাতক্ষীরায় লাবনী নামের এক মেয়েকে বিয়ে করেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে আমাকে তালাক দেন। শুক্রবার (২৩ এপ্রিল) রাত একটার দিকে সবুজ আমার ঘরের দরজা নক করে। আমি দরজা খোলামাত্র তিনি ভেতর ঢুকেই দরজা বন্ধ করে দেন। ওই সময় তিনি আমাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। তিনি ওয়াশরুমে ঢুকলে আমি ৯৯৯ নম্বরে ফোন দিই। পরে কোতোয়ালি থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে পুলিশের এসআই আজিজুল হক সবুজ শারীরিক সম্পর্ক করেছেস বলে অভিযোগ করা হয়েছে। কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে দৈহিক সম্পর্ক হলে সেটা আইনানুযায়ী ধর্ষণ বলে গণ্য হয়।’
তিনি আরও বলেন, ‘ভোরে হটলাইন ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা দুজনকে থানায় নিয়ে আসি। কিন্তু ওই নারী মামলা করতে রাজি ছিলেন না। কিন্তু ধর্ষণের অভিযোগ আপসযোগ্য নয়। সে কারণে মামলা রুজু হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
মিলন রহমান/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না