গাঁজাসহ মামা-ভাগনে গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ মামা-ভাগনেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ এপ্রিল) দুপুরে মামলার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশমিল্লা গ্রামের আজিজুল হকের ছেলে আশিব সালেকুর (৩২) ও তার মামা বগুড়া সদর উপজেলার সাবগ্রাম খামারকান্দির আহমেদুর রহমান কালামের ছেলে আবির আলমাস নিহাল (১৮)।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে মামা ও ভাগনে উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিল্লা গ্রামের দিকে যাচ্ছিল। পথে দমদমা গ্রাম অতিক্রম করার সময় পুলিশের সন্দেহ হলে তাদের দাঁড়াতে বলেন। পুলিশ দেখে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, মাদক বিক্রেতা দুই মামা-ভাগনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরএইচ/জেআইএম