ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্জন খালে মিলল নারীর অঙ্গার মরদেহ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৬ এপ্রিল ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাত এক নারীর (২২) অঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) সকালে ২ নম্বর চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দাবনার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ওই নারীকে। পরে চেহারা বিকৃত করতে লাশটি পোড়ানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জাগো নিউজকে জানান, লাশ উদ্ধারের স্থানটি ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় পড়েছে। ওই এলাকাটি নির্জন জঙ্গল হওয়ায় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে স্থানীয়রা কেউ বলতে পারছে না।

থানা সূত্র জানায়, উদ্ধারকৃত মরদেহ শনাক্তকরণের জন্য আশপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

এফএ/এএসএম