সড়কে গাড়ি থেকে চাঁদা আদায়কালে গ্রেফতার ৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে চারজনকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৩৫৫ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- প্রকাশ চন্দ্র দাস (২১), আকাশ চন্দ্র দাস (২৮), মো. আলমগীর হোসেন (২৫) এবং মো. হাবিবুর রহমান (২৭)।
সোমবার দুপুর আড়াইটায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে চিটাগাংরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি দেখিয়ে দৈনিক ৮০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
এস কে শাওন/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি