ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাবার বাড়ি থেকে স্ত্রী আসবে না শুনে স্বামীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৬ এপ্রিল ২০২১

নোয়াখালীর সেনবাগে বাবার বাড়ি থেকে স্ত্রী আর আসবে না শুনে মো. পলাশ (৩৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (২৫ এপ্রিল) রাত ১১টায় উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পলতী মঙ্গল গ্রামের পশ্চিমপাড়ার হাশেম মিয়ার বাড়ি থেকে পলাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মো. পলাশ ওই এলাকার নোয়াব আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে মো. পলাশের স্ত্রী কিছু দিন আগে বাবার বাড়িতে চলে যায়। একপর্যায়ে তিনি স্বামীর বাড়িতে ফিরে আসতে অপারগতা প্রকাশ করেন। এই নিয়ে স্ত্রীর ওপর অভিমান করে রোববার সন্ধ্যায় বসতঘরের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পলাশ। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরএইচ/এমএস