ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দরিদ্র বর্গাচাষির ২ বিঘা জমির ধান কেটে দিল যুবলীগ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৬ এপ্রিল ২০২১

চুয়াডাঙ্গায় দরিদ্র বর্গাচাষি সাহাদত গাইনের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে যুবলীগ। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নিমতলা গ্রামের ভিটের মাঠে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দারের নেতৃত্বে জেলা ও পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।

জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকের দুঃসময়ে পাশে থাকছে যুবলীগ। আজ হতদরিদ্র বর্গাচাষি সাহাদত গাইনের দুই বিঘা জমির ধান কাটা হলো। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

নিমতলা গ্রামের দরিদ্র বর্গাচাষি সাহাদত গাইন জানান, টাকার অভাবে তিনি ধান কাটতে পারছিলেন না। পরে বিষয়টি যুবলীগের নেতাকর্মীদের বিষয় জানান। পরে তারা এসে ধান কেটে দেন।

এসময় জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, বিপ্লব হোসেন, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির বনফুলসহ জেলা ও ইউনিয়ন যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সালাউদ্দীন কাজল/এসআর/এমকেএইচ