ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছিনতাই হওয়া সেই গাড়ি শিশুসহ সিলেট থেকে উদ্ধার

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৬ এপ্রিল ২০২১

সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে ছিনতাই হওয়া সেই মাইক্রোবাস (নোহা) গাড়িটি পাওয়া গেছে। একই সঙ্গে, ওই গাড়িতে থাকা শিশু হালিমাকে (৫) উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে দুষ্কৃতকারীরা শিশু হালিমাসহ গাড়িটি নিয়ে পালিয়ে গেলে সাড়ে ৪টার দিকে ওই শিশুসহ গাড়িটি উদ্ধার করা হয়।

ছিনতাই হওয়া গাড়ির নম্বর ঢাকা-মেট্রো-৫৩-১২১৫। আর এ গাড়ির ভেতরেই বসেছিল পাঁচ বছর বয়সী শিশু হালিমা। গাড়ির সঙ্গে তাকেও পাওয়া যাচ্ছিল না।

শিশু হালিমা গোবিন্দগঞ্জ শহিদপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে।

jagonews24

শিশু ও গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি মনিরুল ইসলাম বলেন, প্রথমে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর কদমতলি এলাকায় গাড়িটি পাওয়া যায়। এসময় স্থানীয়রা গাড়িটি ধাওয়া করলে দুষ্কৃতকারীরা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা এবং ছাতক থানার যৌথ অভিযানে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে দুপুরের দিকে অভিভাবকরা গোবিন্দগঞ্জ বাজার পয়েন্টে সাদা রঙের একটি মাইক্রোবাসে (নোহা) শিশুকে রেখে মিষ্টি কেনার জন্য গাড়ি থেকে একটু দূরে গেলে দুর্বৃত্তরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

লিপসন আহমেদ/এসআর/এমকেএইচ