ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পারিবারিক কলহ, চাটখিলে চার দিনে তিনজনের আত্মহত্যা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৬ এপ্রিল ২০২১

নোয়াখালীর চাটখিল উপজেলায় চার দিনে তিনজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুই গৃহবধূ ও এক প্রবাসীর বাবা রয়েছেন।

পারিবারিক কলহের জের ধরে এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এরমধ্যে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মোহন নামের একজনকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার শ্রীনগর গ্রামের দেলোয়ার হোসেন (৫৫) তার প্রবাসে থাকা ছেলের কাছে রমজান মাসের খরচের জন্য ২০ হাজার টাকা চান। ছেলে টাকা দিতে অস্বীকার করায় দেলোয়ার তার স্ত্রী ও কন্যাদের বিষয়টা জানালে তারাও ছেলের পক্ষ নিয়ে কথা বলেন। পরে তিনি বিষপান করে আত্মহত্যা করেন।

পরের দিন শুক্রবার রাতে চাটখিল পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মানিক দাসের বাড়িতে দ্বিজন চন্দ্র দাসের স্ত্রী আঁখি চন্দ্র দাস (৩০) পারিবারিক কলহের জেরে সালিশ বৈঠকে অপমানিত হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রোববার (২৫ এপ্রিল) রাতে উপজেলার রেজ্জাকপুর গ্রামের ইয়াকুব হোসেন মোহনের স্ত্রী কোহিনুর আক্তার (২৫) পারিবারিক কলহের জের ধরে শাশুড়ি ও স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় কোহিনুরের বোন ফারহানা স্বপ্না আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী মোহনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কোহিনুরের স্বামী ইয়াকুব হোসেন মোহনকে আটক করা হয়েছে।

এসআর/জিকেএস