রাজবাড়ীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
রাজবাড়ীতে সুজন তালুকদার (৩২) নামে এক ব্যক্তিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিজানপুর ইউপির গঙ্গপ্রসাদপুর বাধালে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রিমন মল্লিক (২৭) ও ইমরানুল ইসলাম (৩২) নামে আরও দুই ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সুজন গঙ্গাপ্রসাদপুরের বাধালে ব্রিজ এলাকার গিয়াসউদ্দিনের ছেলে এবং আহত রবিন মল্লিক একই এলাকার হাসেম মল্লিক ও ইমরানুল ইসলাম রফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর সুজন, রবিন, ইমরানুলসহ কয়েকজন বসে আড্ডা দিচ্ছিলেন। ওরা সবাই ধাওয়া পাড়া বালুর চাতালে কাজ করেন। হঠাৎ ৫-৭ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা করে কোপাতে থাকে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে সুজন নিহত হন। আর রবিনের নাকসহ শরীরের বিভিন্ন স্থান কেটে যায়। ইমরানুলের হাতে কোপানোর চিহৃ রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রুবেলুর রহমান/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে