পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাকে মারধর
ফরিদপুরের মধুখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান (৬৮) মোল্যাকে পিটিয়ে আহত করেছেন টোপ শাহিন নামের এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত টোপ শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যার শারীরিক প্রতিবন্ধী ছেলে মো. খোকন মোল্যা (৪০) ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। খোকনের দোকান থেকে টোপ শাহিন নিয়মিত বাকি ও নগদ পণ্য ক্রয় করতেন।
সোমবার (২৬ এপ্রিল) বিকেলে শাহিনের কাছে বাকি নেয়া পাওনা টাকা চাইলে তিনি উত্তেজিত হয়ে দোকানের মালামাল ভাঙচুর ও তছনছ করেন। খোকন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কোনো প্রতিবাদ করতে পারেননি।

দোকান ভাঙচুরের খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যা শাহিনের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করায় উত্তেজিত হয়ে তাকেও বেদম মারধর করেন। উদ্ধারের জন্য তার পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও মারধর করেন টোপ শাহিন। পরে বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সকালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যাকে হাসপাতালে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. খুরশিদ আলমসহ বীর মুক্তিযোদ্ধারা।
বিকেলে হামলাকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যা জানান, একজন বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় প্রশাসনের কাছে আমি টোপ শাহিনের শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযুক্ত টোপ শাহিনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করা হবে।’
এন কে বি নয়ন/এসজে/জিকেএস