ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলায় দেড়শ এতিম ও অসহায় পেল খাদ্য সহায়তা

মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৭ এপ্রিল ২০২১

বাগেরহাটের মোংলায় ১৫০ জন এতিম ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। জে জে এস ক্রেইন প্রকল্পের উদ্যোগে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশ্রয়ণ প্রকল্পে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই খাদ্য সহায়তা কার্যক্রম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস, জেজেএস ক্রেইন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তরুণ বড়ুয়া উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তার মধ্যে ছিল-১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম সুজি, খেজুর ও চিনি।

এরশাদ হোসেন রনি/এসআর/এমএস