ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গুলিতে নিহত সেই আলাউদ্দিনের ধান কাটছেন আ.লীগ নেতারা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১১:১৮ এএম, ২৮ এপ্রিল ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত সিএনজিচালক ও শ্রমিক লীগ নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে নিহত আলাউদ্দিনের পরিবারের ১৭ ডিসেমেল জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী।

এ বিষয়ে বাদল বলেন, নিহত সিএনজি চালকের পরিবার এ মৌসুমে ইরি বোরো ধান চাষ করে। নানা সমস্যার কারণে তারা ধান কাটতে পারছে না। ধান ক্ষেতে নষ্ট হওয়ার উপক্রম প্রায়। খবর পেয় দলীয় নেতাকর্মীদের নিয়ে তাদের চরফকিরা ইউনিয়নের চরকালি গ্রামের ১৭ ডিসমেল জমির ধান কেটে আমরা ঘরে তুলে দিচ্ছি।

jagonews24

সম্পূর্ণ ধান ঘরে তুলে দিতে আরও একদিন সময় লাগতে পারে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দুল হক কচি, চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন রভেন্স, চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বদরুল হাসান সম্রাট প্রমূখ।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে গত (৯ মার্চ) বসুরহাটে আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের বাদল অনুসারীদের মধ্যে সংঘর্ষে শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি মিজানুর রহমান বাদলের অনুসারী ছিলেন।

jagonews24

এ ঘটনায় আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন ওরফে রাজু সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ নিয়ে একাধিকবার থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি।

পরে ১৪ মার্চ এমদাদ হোসেন বাদী হয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলি আদালতে একই আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

এফএ/এএসএম