ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৯ এপ্রিল ২০২১

হবিগঞ্জ শহরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত মোহনপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত সোমবার (২৬ এপ্রিল) মোহনপুর গ্রামের আশ্বব আলীর ছেলে সাব্বির আহমেদ (১০) মোহনপুর উত্তরপাড়া জামে মসজিদে তারাবিহ পড়তে যান। এসময় দুই-তিনজন যুবক তাকে মারধর করেন। এ নিয়ে সাব্বিরের অভিভাবক বিচার চাইলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।

বুধবার রাতে শামীম, কামাল, রুহেল, ইফতি, জামালসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে নামাজ থেকে বের হবার সঙ্গে সঙ্গেই নুরুল হক ও সাব্বিরের ওপর হামলা চালান। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন নুরুল হক, রুবেল, সাবাজ ও আরিফ। তাদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সাব্বিরকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএমএম/এমকেএইচ