ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ওড়নায় ‘ভালোবাসার কথা’ লিখে গৃহবধূর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৯ এপ্রিল ২০২১

পটুয়াখালী সদর উপজেলায় ওড়নায় চিরকুট লিখে কুলসুম বেগম (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার আওলিয়াপুর এলাকায় নিজ ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত কুলসুম পশ্চিম হেতালিয়া এলাকার কবির গাজীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর কুলসুমের সঙ্গে আউলিয়াপুর এলাকার মাসুদের সঙ্গে বিয়ে দেয় তার পরিবার। কিন্তু কুলসুমের সঙ্গে অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক থাকায় তিনি এ বিয়ে মেনে নেননি। এ পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বুধবার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কুলসুম। ওই ওড়নায় (R তোমাকে ভালোবাসি) চিরকুট লেখা ছিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসজে/এএসএম