ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে টিকার দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত ২২ হাজার নিবন্ধনকারী

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০১:১৬ পিএম, ০১ মে ২০২১

 

বাগেরহাটে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ২২ হাজার নিবন্ধনকারী। নির্ধারিত সময়ে টিকা দিতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা।

বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় বাগেরহাট সদর হাসপাতালে দ্বিতীয় ডোজ শেষ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায়, বাগেরহাট জেলায় প্রথম ধাপে ৫৪ হাজার ৭৮৪ নিবন্ধনকারীকে টিকা দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে ৩২ হাজার নিবন্ধনকারী টিকা গ্রহণ করেন। এ হিসাবে এখনও ২২ হাজার নিবন্ধনকারী দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি। এখন দ্বিতীয় ডোজের টিকা শেষ হয়ে যাওয়ায় অনিশ্চিয়তায় পড়েছেন তারা।

গ্রাম্য চিকিৎসক আলিমুজ্জামান বলেন, দুই বোন নিয়ে করোনার দ্বিতীয় ডোজ নিতে এসেছিলাম। টিকা দেয়ার নির্ধারিত তারিখে হাসপাতালে এসেছি। কিন্তু টিকা না থাকায় বাড়ি ফিরে যাচ্ছি।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শেষ করেছি আমরা। প্রথম ধাপে ৫৪ হাজার ৭৮৪ জনকে টিকা দিয়েছি। দ্বিতীয় ধাপে আমরা ৩৬ হাজার ডোজ টিকা পেয়েছিলাম। এরমধ্যে প্রায় ৩২ হাজারের বেশি ডোজ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সদর হাসপাতাল কেন্দ্রের টিকা শেষ হয়ে গেছে বুধবার। আমরা টিকাদান কেন্দ্রে দায়িত্বরতদের মাধ্যমে টিকা সঙ্কটের বিষয়টি জানিয়েছি সবাইকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও টিকা শেষের বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দ্বিতীয় টিকা দিতে না পারলে হতাশ হওয়ার কিছু নেই। টিকা কিছুদিন পরেও নিলে কোনো সমস্যা নেই। টিকা শেষ হওয়ায় ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। খুবই শিগগিরই নতুন কিছু ডোজ পাব। তখন অবশিষ্ট সবাইকে টিকা দেয়া হবে।

শওকত আলী বাবু/এসএমএম/এমএস