মুন্সিগঞ্জে জব্দকৃত ২০০ মণ জাটকা মাদরাসা-এতিমখানায় বিতরণ
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ২০০ মণ (৮হাজার কেজি) জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। সোমবার (৩ মে) ভোরে উপজেলার শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাটে একটি ট্রাকে অভিযান চালিয়ে এসব জাটকা মাছ জব্দ করা হয়।
এ সময় জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক ও ট্রাকের চালক এ সময় ট্রাকচালক আজিজুল ইসলামকে আটক করা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিমুলিয়াঘাটে জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। এ সময় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৬টি ড্রাম ভর্তি এসব জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালক আজিজুর ইসলামকে আটক করা হয়। পরে উপজেলা মৎস্যকর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়েছে।’
এ বিষয়ে লৌহজং উপজেলা মৎস্যকর্মকর্তা আসাদুজ্জামান জানান, আটক চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর প্রথমবারের মতো মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেয়া হয়েছে।
আরাফাত রায়হান সাকিব/এসজে/এএসএম