ডাকাতিয়া থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে সিরাজ খান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (৩ মে) বিকেলে সদর উপজেলার শাহতলী গ্রামের মমিনপুর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ খান শাহ মাহমুদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাহতলী গ্রামের খান বাড়ির মৃত ইমান খানের ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি দুই ছেলে এবং দুই মেয়ের জনক। গত কয়েক মাস আগে স্ট্রোক করেন তিনি। দুইদিন আগে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। কিন্তু বিষয়টি পরিবার পুলিশকে অবহিত করেনি। পরে সোমবার বিকেলে নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
চাঁদপুর সদর নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. জহিরুল হক জানান, নিহতের বড় ছেলে মোহাম্মদ নাসির হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা থানায় এসে নিহতের ময়নাতদন্ত না করার মর্মে একটি আবেদন করেন। আবেদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
নজরুল ইসলাম আতিক/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’