ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১১:৫০ এএম, ০৪ মে ২০২১

সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ মো. রকি ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৪ মে) র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার জন রানা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার মো. রকি ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান প্রতাপবাজু এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।

jagonews24

পুলিশ সুপার জানান, সোমবার বিকেলে উপজেলার হাটিকুমরুলের খাঁন আবাসিক হোটেলের সামনে অভিযান চালায় র‌্যাব। এসময় ১৪৮ পিস ইয়াবাসহ মো. রকি ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ ৮৫৫ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস