১৬ হাজারে এক কাতলা
চাঁদপুরে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজির কাতলা মাছ। মঙ্গলবার (৪ মে) বেলা ৩টায় ঘাটে মাছটি বিক্রি করা হয়।
মেঘনা নদীতে মাছ ধরা শেষে জেলেরা অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি নিয়ে ঘাটে আসেন। এসময় নিলামের মাধ্যমে ১৬ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। এটি কিনে নেন আব্দুর রাজ্জাক নামের এক বিক্রেতা।

মাছটি বেশ বড় হওয়ায় তা দেখার জন্য ঘাটে উৎসুক জনতা ভিড় জমায়।
ক্রেতা মো. আব্দুর রাজ্জাক বলেন, আমি নিজেও একজন ছোট মৎস্য ব্যবসায়ী। কিন্তু মাছটি দেখে লোভ সামলাতে পারিনি তাই কিনে নিয়েছি।

বিক্রেতা আড়তদার মো. হারুন বলেন, এত বড় সাইজের মাছ আমাদের ঘাটে তেমন একটা আসে না। দীর্ঘদিন পর এ সাইজের একটি মাছ পাওয়া গেল।
নজরুল ইসলাম আতিক/এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’