শার্শায় গাঁজাসহ নারী গ্রেফতার
যশোরের শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা চার কেজি ভারতীয় গাঁজাসহ নাজমা খাতুন (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৬ মে) সকালে রামচন্দ্রপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজমা খুলনার রুপসা থানার রাজাপুর গ্রামের ফারুক মোল্লার স্ত্রী। তিনি বর্তমানে শার্শার নাভারন মাঠপাড়া এলাকায় বসবাস করেন।
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান বলেন, এক নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ভারতীয় গাঁজার চালান নিয়ে রামচন্দপুর গ্রাম হয়ে যশোরের দিকে যাচ্ছেন, এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
জামাল হোসেন/এসএমএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই