ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৬ মে ২০২১

সুনামগঞ্জের তাহিরপুরে আব্দুর রউফ (৫০) নামে এক গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৬ মে) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বড়োখারা গ্রামে নিহতের বাড়িতেই ঘটনাটি ঘটে। তিনি বড়োখারা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বড়োখারা গ্রামের আব্দুর রউফের নিজ বাড়ি উঠানে রাত ৩ টার দিকে সাহরি খেয়ে বাইরে বের হলে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। চিৎকার শুনে পরিবারের লোকজন ও এলাকাবাসী এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রউফ।

খবর পেয়ে তাহিরপুর সার্কেল বাবুল আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদারসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, ‘গ্রাম পুলিশকে হত্যা করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

লিপসন আহমেদ/এসজে/এএসএম