ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাঁচ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৬ মে ২০২১

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বকেয়া থাকা পাঁচ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৭২৩ টাকার বিল পরিশোধ করল সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে মেয়র আরিফুল হক চৌধুরী বকেয়া বিদ্যুৎ বিলের চেক হস্তান্তর করেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদিরের উপস্থিতিতে বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল রঞ্জন এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের কাছে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের চেক হস্তান্তর করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ছামির মাহমুদ/এসআর/জেআইএম