ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৭ মে ২০২১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে শাহনাজ আলী খাঁ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে একটি দ্বিতল ভবনে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট তার মৃত্যু হয়।

নিহত শাহনাজ আলী খাঁ উপজেলার আরামডাঙ্গা গ্রামের আরজুল্লাহ খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে মতিয়ার রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতল ভবনের টিনের ছাউনির সিমেন্টের পলেস্তারায় পানি দিচ্ছিলেন কর্মচারী শাহনাজ আলী খাঁ। একপর্যায়ে ভবনের উপরে থাকা বিদ্যুতের তারে শাহনাজ আলী খাঁর হাত স্পর্শ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের মালিক মতিয়ার রহমান বলেন, ভবনের সিমেন্টের পলেস্তারার উপরে পানি দেয়ার সময় বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়।

কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আতিকুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস