ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শতাধিক পরিবারকে ইন্সপিরেশনের ঈদ সামগ্রী বিতরণ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৭ মে ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শতাধিক দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন ‘ইন্সপিরেশন’। শুক্রবার (৭ মে) দুপুর সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকায় এ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল- ৩ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, আধা কেজি সেমাই, আধা কেজি চিনি, আলু আধা কেজি, আধা কেজি ডাল ও আধা কেজি দুধ।

এ সময় অতিথির বক্তব্যে নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন, করোনাকালে অনেকেই চাকরি হারিয়েছেন। আমাদের সকলকে তাদের পাশে দাঁড়াতে হবে। তাছাড়া আমি সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই অসহায়দের পাশে দাঁড়ান।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন হাসান সারওয়ার মামুর বলেন, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলোর শিশুদের মূল ধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা। যেহেতু করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তাই আমরা আপাতত অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী দিয়েছি।

সংগঠনটির একজন দাতা সদস্য সালাউদ্দিন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো হলো আত্মার তৃপ্তি। আমি বরাবরই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করি। এবার ইন্সপিরেশনের সাথে যুক্ত হয়ে দেখলাম এই সংগঠনটি সত্যিই সমাজের হতদরিদ্র, অসহায় মানুষদের খুঁজে খুঁজে তাদের হাতে সাহায্য পৌঁছে দেয়। আমি ভবিষ্যতেও এই সংগঠনের একজন স্বেচ্ছাসেবী হয়ে কাজ করতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য, সঞ্জিত সাহা, হৃদয় কুমার, মিনহাজ উদ্দিন, সাইফুল ইসলাম, মুনির হোসেন, মমতাজ আকতার লিপি, রাকিব আহমেদ ও হাবিবুর রহমান হামিম।

প্রসঙ্গত, এক ঝাঁক তরুণ মিলে এই ফেসবুক ভিত্তিক অনলাইন সংগঠনটি পরিচালনা করে থাকে।

এস কে শাওন/এমআরএম/এএসএম