হবিগঞ্জে খেলতে গিয়ে ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ছবি
হবিগঞ্জে ট্রাক্টরচাপায় সোহাগ মিয়া (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৭ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ সদর উপজেলার রিচি গ্রামের সাগরকোনা এলাকার সাজন মিয়ার ছেলে। সে একটি স্থানীয় প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় খেলতে গিয়ে ট্রাক্টরচাপায় আহত হন সোহাগ মিয়া। তাৎক্ষণিকভাবে তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হয়েছে।
এখলাছুর রহমান খোকন/এসএমএম/এমএস