শিমুলিয়ায় যাত্রী নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
ফাইল ছবি।
করোনার বিস্তাররোধে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে ফেরি চলাচলে নিষেধাজ্ঞার মধ্যেই শনিবার (৮ মে) দিনব্যাপি যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। এমন পরিস্থিতিতে ঘাটে যাত্রী আসা নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (৮ মে) সন্ধ্যার কিছু পর বিজিবি সদস্যরা উপজেলায় পৌঁছেছে বলে জানিয়েছেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির।
তিনি জাগো নিউজকে জানান, পরিস্থিতি বিবেচনায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে দুই প্লাটুন বিজিবি পৌঁছেছে। তারা রোববার (৯ মে) ভোর থেকেই ঘাট এলাকায় থাকবে।তবে সুনিদিষ্টভাবে কোথায় থাকবে বিজিবি সদস্যরা তা এখনো নির্ধারণ করা হয়নি।
তিনি আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাজ করবেন। এ জন্য ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। যাত্রী ছাড়াও ব্যক্তিগত গাড়ি ঘাটে প্রবেশ করতে দেয়া হবে না, মহাসড়কেও চেকপোস্ট থাকবে।ঘাটে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেয়া দেয়া হবে।
‘ঘাটে প্রবেশের অনেকগুলো রুট রয়েছে। সব রুট আচ্ছাদন করা কঠিন। তবে নিয়ন্ত্রণে চেষ্টা করছি। সন্ধ্যার পর যথারীতি পণ্যবাহী যানবাহন পারাপার করা হবে’- বলে জানান তিনি।
আরাফাত রায়হান সাকিব/এএইচ/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৩ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার
- ৪ খাগড়াছড়ির ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩
- ৫ অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে