ভাগ্নের হাতুড়ির আঘাতে বৃদ্ধ নিহত
মাগুরায় ভাগ্নের হাতুড়ির আঘাতে আব্দুল কুদ্দুস মোল্যা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। জেলার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জায়গা জমিসহ বিভিন্ন কারণে আব্দুল কুদ্দুস মোল্যার সঙ্গে তার ভাগ্নের বিবাদ চলছিল। এর জেরে শুক্রবার (৭ মে) সন্ধ্যায় ভাগ্নের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন কুদ্দুস।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শনিবার (৮ মে) রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এছাড়া অভিযুক্তদের অচিরেই আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।
মো.আরাফাত হোসেন/এমআরআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান