খাগড়াছড়িতে অবরোধকারীদের ধাওয়া : ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
খাগড়াছড়িতে অবরোধ সমর্থকদের ছোঁড়া ইট পাটকেল থেকে বাঁচতে গিয়ে প্রানেশ্বর নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলার দীঘিনালা সড়কের তিনমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, সকালে বার্ষিক পরীক্ষা দিতে ট্রাকে চড়ে স্কুলে যাচ্ছিল এসব শিক্ষার্থী। অবরোধ সমর্থক ইউপিডিএফ কর্মীদের ছোঁড়া পাটকেল থেকে বাঁচতে ট্রাক থেকে লাফ দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় প্রানেশ্বর ত্রিপুরা (১২)।
আহত হয় তরুণ ত্রিপুরা নামে অপর এক ছাত্র। এসময় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি পাহাড়ের নীচে পড়ে যায়। আহত তরুণ ত্রিপুরাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জীবন মুছা/এআরএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি