রং নম্বরে পরিচয়-প্রেম, বাসায় ডেকে নিয়ে ধর্ষণ
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের ঘটনায় হেলাল নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দিয়েছেন ভুক্তভোগী তরুণী।
রোববার (৯ এপ্রিল) বিকেলে ফতুল্লা মডেল থানায় মামলা করার পর পুলিশ ওই মামলায় হেলালকে গ্রেফতার দেখায়।
হেলাল বরগুনা জেলার আমতলী থানার কড়াইবাড়ী গ্রামের শাহিন মিয়ার ছেলে। তিনি ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকার আওয়াল মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন।
পুলিশ জানায়, মোবাইলের রং নাম্বারে পরিচয়ে ওই তরুণীর সঙ্গে হেলালের প্রেমের সম্পর্ক হয়। ভালোবাসার টানে গত ১০ এপ্রিল (শনিবার) সভার থেকে ফতুল্লায় প্রেমিক হেলালের ভাড়া বাসায় চলে আসেন তরুণী। এরপর থেকে বিয়ের প্রলোভনে তারা একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হন। পরে ৮ মে (শনিবার) তরুণী জানতে পারেন হেলাল বিবাহিত। ওইদিন দুপুরে তরুণী সাভার চলে যাওয়ার পথে রাজধানীর পোস্তগোলা এলাকায় পৌঁছালে হেলাল তার পথরোধ করেন। এসময় তরুণী চিৎকার দিয়ে বিষয়টি স্থানীয়দের জানালে তারা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত চলছে।
মো. শাহাদাত হোসেন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ