নোয়াখালীতে ছিনতাইকারী দলের ৩ সদস্য আটক
নোয়াখালীর মাইজদীতে ছিনতাইকালে নারীসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (১০ মে) সকালে মাইজদী-সোনাপুর সড়কের নাইস রেস্ট হাউজের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হচ্ছেন, বিনোদপুর ইউনিয়নের সফিপুর গ্রামের সফি উল্যার ছেলে নজরুল ইসলাম (৪০), নজরুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার (৩০) ও পূর্ব শুল্লকিয়া গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে হুমায়ুন (২০)।
স্থানীরা জানান, শহরের কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দা মোর্শেদ আলম দত্তেরহাট বাজারে যাওয়ার জন্য মাইজদী বড় মসজিদের সামনে থেকে একটি সিএনজি চালিত অটোরিকশার সামনের আসনে ওঠেন। কিছুদূর যাওয়ার পর সিএনজিতে থাকা ছিনতাইকারী নজরুল ইসলাম বমি আসছে বলে সামনে গিয়ে মোর্শেদকে পেছনের আসনে বসতে বলেন। এসময় সিএনজিতে থাকা নারী ছিনতাইকারী রোজিনা বেগম মোর্শেদকে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে আসামিরা মোর্শেদের বুকে ছুরি ধরে তার সঙ্গে থাকা সবকিছু হাতিয়ে নেন। এসময় মোর্শেদ চিৎকার করলেও সিএনজি চালক আরও দ্রুত চালাতে থাকেন। নাইস গেস্ট হাউজের সামনে যাওয়ার পর সড়কে জ্যাম থাকায় মোর্শেদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের আটক করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মোর্শেদ আলম বাদী হয়ে একটি মামলা করেছেন।
আরএইচ/এমএস