ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তালায় তালগাছ থেকে পড়ে প্রাণ গেল ব্যক্তির

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১০ মে ২০২১

সাতক্ষীরার তালায় তালগাছ থেকে পড়ে হাবিল ফকির (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার জেঠুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

হাবিল ফকির একই এলাকার মৃত পবন ফকিরের ছেলে।

নিহতের পারিবারের সদস্যরা জানান, হাবিল ফকির তাল পাড়ার জন্য বাড়ির পাশে একটি তালগাছে ওঠেন। পরে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহসানুর রহমান রাজীব/এসআর/জিকেএস