ফেনীর ৪ থানায় নতুন ওসি
ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া থানায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বদলির আদেশ দেয়া হয়েছে।
সোমবার (১০ মে) ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী এ আদেশ জারি করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলগাজী থানায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি এএনএম নুরুজ্জামান, ছাগলনাইয়া থানায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার পরিদর্শক মো. শহীদুল ইসলাম, পরশুরাম থানায় জেলা ডিএসবির পরিদর্শক মো. খালেদ হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশে জেলা পুলিশের কন্ট্রোল রুমের ইনচার্জ সাইফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে, ফুলগাজী থানার বর্তমান ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন ও ছাগলনাইয়া থানার বর্তমান ওসি মো. মেজবাহ উদ্দিন আহম্মদকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখা বদলি করা হয়েছে।
এছাড়া পরশুরাম থানার বর্তমান ওসি মো. শওকত হোসেনকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ডিএসবিতে বদলির আদেশ জারি করা হয়েছে।
জেলা পুলিশের দফতর থেকে জানানো হয়, বাংলাদেশ পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃজেলায় বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পর্যায়ে বদলির আদেশ জারি করা হয়েছে।
এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি