মোটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মােটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আরোহী আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মে) দুপুর পৌন ২টার দিকে উপজেলার কেয়টখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের সিরাজ মােল্লার ছেলে লােকমান হােসন (৩০) ও শরীয়তপুরের সখিপুরের চরকান্দা মুন্সীকান্দি গ্রামের সামসুদ্দোহা সরকারের ছেলে শাহজালাল (৩৫)।

নিহত দুইজনই মােটরসাইকেলে করে ভাড়ায় যাত্রী আনা-নেয়া করতেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, বিপরীতমুখী দুই মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মােটরসাইকেল চালক লােকমান। গুরুতর আহত অবস্থায় উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান অপর মােটরসাইকেলের চালক শাহজালাল।
আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৩ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার
- ৪ খাগড়াছড়ির ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩
- ৫ অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে