২১ ককটেলসহ ২ কিশোর আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ২১টি ককটেলসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্ধনগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবর্ধনগাছা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহাগ (১৬) ও একই এলাকার ময়নুল হোসেনের ছেলে আলিফ (১৪)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বুধবার (১২ মে) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগ ও আলিফ নামের দুই কিশোরকে ২১টি ককটেলসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
ওসি আরও বলেন, আটককৃত দুই কিশোর বিভিন্ন সময় এলাকার নিরপরাধ মানুষদের বাড়িতে ককটেল রেখে গ্রেফতারের ভয়ভীতি দেখাতো বলে অভিযোগ রয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুই কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ
- ২ ‘বাপু, গণভোট আবার কী? আজই প্রথম শুনলাম’
- ৩ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৪ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৫ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার