ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অস্ত্র দিয়ে ভাইকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৩ মে ২০২১

ফেনীতে অস্ত্র দিয়ে ভাইকে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে ফেঁসে গেলেন মীর মোহাম্মদ স্বপন (৪০) নামের এক দলিল লেখক। বুধবার (১২ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার মীর মোহাম্মদ স্বপন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১১ মে) রাতে স্বপন ফেনীস্থ র‌্যাব অফিসে জানান, শহরের নতুন ভূমি রেজিস্ট্রার অফিস সংলগ্ন নুর জাহান এন্টারপ্রাইজে অবৈধ অস্ত্র ও মাদক রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যসরা স্বপনের দেয়া তথ্য অনুযায়ী ওই দোকানে অভিযান চালিয়ে সিলিংয়ের ওপর থেকে একটি শটগান, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করেন।

এসব অস্ত্র উদ্ধারের পর স্বপনের কথাবার্তায় সন্দেহ হলে র‌্যাব তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর‌্যায়ে স্বপন স্বীকার করেন, বেশ কিছুদিন যাবৎ তার ভাই নজরুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে তার। তাই ভাইকে ফাঁসাতে তিনি এসব অস্ত্র ওই দোকানে রেখে র‌্যাবে খবর দেন।

feny1

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ‘আপন ভাইয়ের দোকানে গোপনে অস্ত্র রেখে ফাঁসাতে গিয়ে মীর মোহাম্মদ স্বপন নিজেই ফেঁসে গেলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে প্রতারণাসহ কয়েকটি মামলা ফেনীর আদালতে বিচারাধীন রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

ইএ/এমএস