ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পথশিশুদের নিয়ে ঈদ আনন্দমেলা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৪ মে ২০২১

নোয়াখালীতে অসহায়, পথশিশু ও ছিন্নমূলদের নিয়ে ঈদ আনন্দ মেলার আয়োজন করেছে ‘আমরা গোলাপ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (১৪ মে) সকাল ৯টায় ‘মিষ্টিমুখ’ করানোর মধ্যদিয়ে নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের লঙ্গরখানায় এই কার্যক্রম শুরু করা হয়।

Child

এসময় সেমাই, জর্দা, নুডুলস ও বাহারি ফলের সমাহারে মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ে। সেই সুবাসে আরেকটুখানি রঙ এনে দেয় ‘সাজঘর’।

সকাল ১০টায় সাজঘর উদ্বোধন করার পর টেবিলে সাজানো কসমেটিকস সামগ্রী নিয়ে পথশিশুরা চলে যায় ‘বিউটিশিয়ান আপুদের’ কাছে। বেলা গড়িয়ে ১১টায় চালু হয় ‘খেলনা ঘর’। পথশিশুরা ইচ্ছেমতো খেলনা সামগ্রী ফ্রিতে নেয় স্টলগুলো থেকে।

Child

‘অ্যাকুয়াস্টিক ঈদ আড্ডায়’ গান গায় পথশিশুরাও। দুপুর ২টায় লঙ্গরখানায় শুরু হয় বিয়ে বাড়ির খাবারের আয়োজন। গরু, খাসি, মুরগি, ডিম, সবজি, ডাল, চাটনি, ভর্তা সবই ছিল।

Child

আয়োজনের উদ্যোক্তা ও সমন্বয়ক মুনীম ফয়সাল বলেন, ‘আমরা চেয়েছি এই মানুষগুলো যেন অন্তত একদিন নিজেদের ভাসমান মনে না করে। অন্তত একদিন তাদের সবটুকু চাওয়া পূরণ করা যায়। সবটা হয়তো পারিনি, যতটুকু পেরেছি তার শুকরিয়া আদায় করছি।’

Child

এসময় অন্যদের মধ্যে আয়োজনের সদস্য সচিব মাঈন উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক রবিউল জামান মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআর/এমএস