আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় বজ্রপাতে সমির উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামে। শনিবার সন্ধ্যায় জেলার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের মাঠে দুর্ঘটনাটি ঘটে।
সমির উদ্দিন (৪৫) হারদি গ্রামের থানাপাড়ার মহত আলীর ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় গ্রামের মাঠে গরু আনতে যান কৃষক সমির উদ্দিন।
গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে এলাকাবাসী মাঠে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু জাহিদ মাসুম জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাউদ্দীন কাজল/এমআরএম/জিকেএস