সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি বাবু কারাগারে
নাশকতার মামলাসহ চেক ডিজ-অনার মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ঈদের দিন (শুক্রবার) রাতে শহরের এসএস রোডের ইলিয়ট ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, মির্জা আব্দুল জব্বার বাবু একটি চেক ডিজ-অনার মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও দুটি নাশকতার মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এই তিন মামলাতেই গত রাতে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
ইউসুফ দেওয়ান রাজু/এমএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুই কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ
- ২ ‘বাপু, গণভোট আবার কী? আজই প্রথম শুনলাম’
- ৩ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৪ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৫ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার