ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলায় দুস্থদের চাল দিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার

মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৬ মে ২০২১

বাগেরহাটের মোংলায় গরিব অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

রোববার (১৬ মে) দুপুরে মোংলা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা পরিষদের চেয়্যারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা পোর্ট পৌরসভার সাবেক পৌর মেয়র শেখ আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এসব চাল বরাদ্দ করা হয়। ১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল তুলে দেন উপমন্ত্রী। এর আগেও পৌরসভা এলাকায় ৫শ পরিবারকে পৌরসভার মাধ্যমে দেয়া হয় ভিজিএফ চাল।

এরশাদ হোসেন রনি/এসআর/জেআইএম