ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৬ মে ২০২১

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে হায়দার খান (১৮) নামের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৬ মে) দুপুর ১টায় উপজেলা কুতুবপুর ইউনিয়নের ভাঙা ব্রিজ সংলগ্ন স্নেহ মুন্সিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হায়দার খান শরীয়তপুরের জাজিরা উপজেলার বি কে নগর পশ্চিম কাজিকান্দি এলাকার আনোয়ার খানের বড় ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন হায়দার খান। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পাঁচ্চর রয়েল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনের খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একেএম নাসিরুল হক/এসআর/এমএস