ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় শহীদ মিনারে জুতা পায়ে পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১১:৫০ এএম, ১৭ মে ২০২১

চুয়াডাঙ্গা সদর উপজেলায় শহীদ মিনারে জুতা পায়ে উঠে পুরস্কার বিতরণ করার অভিযোগ উঠেছে।

রোববার (১৬ মে) উপজেলার বেগমপুর-যদুপুর হাইস্কুল মাঠে কলোনীপাড়া প্রিমিয়ার লিগ (কেপিএল-২০২১) ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণের সময় এ ঘটনা ঘটে।

লাল সবুজ যুব সংঘের আয়োজনে ও ইসলামী ব্যাংক উথলী এজেন্ট শাখার সৌজন্যে এ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপক রিজভী আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে অনুষ্ঠানের দু’টি ছবি পোস্ট করেন। সে ছবিতে দেখা যায়, বিদ্যালয়ের শহীদ মিনারের বেদীতে দাঁড়িয়ে ম্যাচ সেরার পুরস্কার দেয়া হচ্ছে। বেদীতে থাকা ব্যক্তিদের মধ্যে অধিকাংশের পায়েই ছিল জুতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনা শুরু হয়।

jagonews24

এদিকে জুতা পায়ে শহীদ মিনারে উঠে ভাষা শহীদদেরকে অবমাননা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এলাকাবাসী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে ইসলামী ব্যাংক উথলী এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক রিজভী আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

সালাউদ্দীন কাজল/এসএমএম/জেআইএম