কসবায় অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুরে একটি ফার্নিচারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা গেছে, খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কসবা ইউনিটের একটি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ১০টি দোকানের মধ্যে ১টি ডিজেল ও মবিল তেলের দোকান ও একটি সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন লাগলে তা নিমিষে ছড়িয়ে যায়।
প্রায় ৪০ মিনিট পর ফায়ার ব্রিগেডের দল এসে আগুন নেভাতে নেমে পড়ে। স্থানীয়রা জানায় গ্যাসের প্রায় শতাধিক সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের লেলিহান শিখা ও বিকট শব্দে এলাকায় আতংক সৃষ্টি হয়।
এ বিষয়ে কসবা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা লিডার সাইদুল ইসলাম জানান, প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে ১টি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান, মাছের খাবারের দোকান, সিমরান ফার্নিচার গ্যালারিসহ ১০টি দোকান পুড়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল উল আলম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি সঠিকভাবে নিরূপণ করার জন্য বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়াকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি দোকানের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতির বিবরণী জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এমআরএম/জিকেএস