নেত্রকোনায় যুবলীগ নেতাসহ ৭ জুয়াড়ি আটক
নেত্রকোনার দুর্গাপুর পৌর যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলামসহ সাত জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৬ মে) রাতে উপজেলার উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অপর আটকরা হলেন- মো. মোরশেদ মিয়া (৩৭), মো. আমিনুল হক (৩৫), মো. লিটন (৩৮), এরশাদ মিয়া (৩৭), সোহেল রানা (৩৭) ও প্রদীপ পাল (৩৬)। তাদের সবার বাড়ি দুর্গাপুরের বিভিন্ন এলাকায়।
এছাড়া ৩৪ পিস ইয়াবাসহ মো. আলম (৩৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১৭ মে) বিকেলে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় মো. আলমকে ৩৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে যুবলীগ নেতা নজরুল ইসলামের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাস ও নগদ ৪৭ হাজার টাকাসহ সাতজনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের বলেন, সোমবার বিকেলে পৃথক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/এএসএম