চাঁদপুরে মুক্তিযোদ্ধা দিবস উদযাপিত
সারাদেশের ন্যায় ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে চাঁদপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে মুক্তিযোদ্ধাদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ অঙ্গীকারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সমাপ্ত হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাফেজ বেপারী, সহকারী কমান্ডার ইয়াকুব আলী মাস্টার, কাজী নেছার উদ্দিন আহমেদ, হাশেম খান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী, ডেপুটি কমান্ডার সফিকুর রহমান দুলাল।
পরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ মুক্তিযোদ্ধা কমান্ড শিল্পীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইকরাম চৌধুরী/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ