বান্দরবানে চুলার আগুনে পুড়ে গেল ৭০ বসতঘর
বান্দরবানের রোয়াংছড়িতে চুলার আগুনে পুড়ে গেছে ৭০টি বসতঘর। সোমবার (১৭ মে) দিবাগত রাত ১টায় উপজেলার তারাছা ইউনিয়নের তালুকতার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, পাড়ার বাসিন্দা থোয়াইহ্লাপ্রু মারমার বাড়ির রান্নাঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শী অংশৈথুই মারমা বলেন, গভীর রাতে এলাকাবাসীর চিৎকারের শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখি আগুন চারদিকে ছড়িয়ে গেছে।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। তবে এরমধ্যেই ৭০টি বসতঘর পুড়িয়ে যায়।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার জন্য তালিকা তৈরির কাজ চলছে।
এসএমএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান