চাঁদপুরের ৫ পৌরসভায় বিএনপির প্রার্থী চূড়ান্ত
আসন্ন পৌরসভা নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় বৃহস্পতিবার। পৌর নির্বাচনে অংশগ্রহণের জন্য মঙ্গলবার রাতে বিএনপি তাদের মেয়র পদে দলীয় মনোনয়নকৃত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এ তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় চাঁদপুর জেলার পাঁচটি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের জন্য পাঁচজনের নাম ঘোষণা করেছে। এর মধ্যে হাজীগঞ্জ পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ আব্দুল মান্নান খান বাচ্চু, কচুয়া পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. হুমায়ুন কবির প্রধান, মতলব দক্ষিণ পৌরসভায় বিএনপির মনোনয়ন প্রার্থী বর্তমান মেয়র এনামুল হক বাদল, মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় বিএনপির মনোনীয়ত প্রার্থী সারোয়ারুল আবেদীন ও ফরিদগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী মো. হারুন অর রশিদ।
ইকরাম চৌধুরী/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ