ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের ৪ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৮ মে ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপুল পরিমাণ জিহাদি বইসহ জামায়াত-শিবিরের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৭ মে) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

jagonews24

মঙ্গলবার (১৮ মে) দুপুর ১২টায় উল্লাপাড়া মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার নুর-আলম সিদ্দিক প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ঝিকিড়া গ্রামের শামছুল আলমের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাসায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এসময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বইসহ জামায়াত-শিবিরের সক্রিয় সদস্য আব্দুল বারিক, তারিকুল ইসলাম লিখন, রিয়াজুদ্দিন মাসুদ ও নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এএসএম